অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে পুন:চিহ্নিত করবে যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে পুন:চিহ্নিত করবে। আর এই পদক্ষেপের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার ওপর আরো আর্থিক ও কূটনৈতিক চাপ তৈরি করবে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে বলেন, "এটা কয়েক বছর আগে হওয়া উচিৎ ছিল।" তিনি পিয়ংইয়ং সরকারকে "ভয়ঙ্কর প্রশাসন" হিসাবে অভিহিত করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয় উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে পুন:চিহ্নিত করার পদক্ষেপ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। এর ফলে উত্তর কোরিয়া আবারো সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকের দেশ হিসাবে তালিকাভুক্ত হবে। বর্তমানে ইরান, সিরিয়া ও সুদান ঐ তালিকায় রয়েছে।

XS
SM
MD
LG