অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে ট্রাম্প-পুতিন আলোচনা


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠকে, যুক্তরাষ্ট্রের গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের বিষয় নিয়ে কথা বলেছেন।

টিলারসন বলেন, নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততার বিষয়টি পুতিন অস্বীকার করেন। যদিও দুই নেতা বিষয়টি নিয়ে খুবই জোরালো এবং দীর্ঘ সময় কথা বলেন।

জার্মানির হামবুর্গে দুই নেতার বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একাধিকবার রাশিয়ার সম্পৃক্ততার বিষয়টি নিয়ে চাপ দেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যিনি ঐ বৈঠকে উপস্থিত ছিলেন, তিনি জানান, রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেনি, প্রেসিডেন্ট পুতিনের এমন বক্তব্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গ্রহণ করেছেন।

জি-২০ সম্মেলনের চেয়ে এই দুই নেতারা বৈঠক বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমে বেশী গুরুত্ব পায়।

XS
SM
MD
LG