অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া বিষয়ক তদন্তের সবশেষ পরিস্থিতি নিয়ে প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মাদুল্লাহের বিশ্লেষন


রাশিয়া বিষয়ক তদন্তের বিশেষ কৌশুলী রবার্ট মুলারের তদন্তের অংশ হিসাবে ওয়াশিংটনের ফেডারেল গ্র্যান্ড জুরি; পল ম্যানাফোর্ট ( যিনি গত বছর অল্প সময়ের জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানের চেয়ারম্যান ছিলেন) এবং তার সাবেক এক ব্যবসায়ী বন্ধু রিক গেটসের বিরুদ্ধে অভিযোগ গঠণ করেছে। ম্যানাফোর্ট ও গেটস দু’জনই আদালতে দোষ অস্বীকার করেন। এরই মধ্যে আদালত দু’জনকেই গৃহবন্দী রাখান নির্দেশ দিয়েছে। এ বিষয়ের নানা দিক নিয়ে আমরা নিউইয়র্কে কথা বলি প্রবীন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মোহাম্মাদুল্লাহের সঙ্গে । ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন তাওহীদুল ইসলাম।


XS
SM
MD
LG