অ্যাকসেসিবিলিটি লিংক

দুই ইরানি গোয়েন্দা সদস্যদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ 


যুক্তরাষ্ট্র সরকার, ২০০৭ সালে ইরানে একজন এফবিআই সদস্যের অপহরণের দায়ে প্রথমবারের মত দুজন ইরানি গোয়েন্দা সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়I সোমবার এক বিবৃতিতে রাজস্ব দপ্তর, দুই গোয়েন্দা কর্মকর্তা, মুহাম্মদ বাসেরি ও আহমদ খাজাইকে এফবিআইয়ের নিখোঁজ সদস্য, রবার্ট লেভিনসনের অপহরণ বা সম্ভব্য মৃত্যুর জন্য শনাক্ত করেI

এই নিষেধাজ্ঞা আরোপের ফলে যুক্তরাষ্ট্রে তাদের কোন লেনদেন জব্দ করা হবেI যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, এ ছাড়াও এই দুইজন কর্মকর্তা ইরানের বাইরে দেশের সামরিক সম্মেলনে প্রতিনিধিত্ব করার জন্য আনুষাঙ্গিক দ্বিতীয় নিষেধাজ্ঞার মুখোমুখি হবেনI

XS
SM
MD
LG