অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কে অবস্থানরত আল কায়দা সহায়তাকারীদের শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র


ফাইল ছবি, আল কায়দা অনুপ্রাণিত আল শাবাবের ইসলামী যোদ্ধারা সামরিক মহড়ায় অংশরত, ১৭ই ফেব্রুয়ারী, ২০১১/এএফপি
ফাইল ছবি, আল কায়দা অনুপ্রাণিত আল শাবাবের ইসলামী যোদ্ধারা সামরিক মহড়ায় অংশরত, ১৭ই ফেব্রুয়ারী, ২০১১/এএফপি

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ জঙ্গি গোষ্ঠীকে অর্থ দিয়ে সহায়তার অভিযোগে ৫ জন আল কায়দা সমর্থককে শনাক্ত করেছে I বিভাগটি জানায়, আল কায়দার প্রতি এই সব সহায়তাকারী, তুরস্ক থেকে সক্রিয় ছিলI

রাজস্ব বিভাগের কর্মকর্তা, অ্যান্ড্রিয়া গাকি এক বিবৃতিতে বলেন, "আমরা তুরস্কসহ আমাদের অন্যান্য বিদেশী অংশীদারের সঙ্গে আল কায়দার মুখোশ খুলে দিতে এবং তাদের আর্থিক সহায়তাকারী নেটওয়ার্ক বিঘ্নিত করতে কাজ করে যাবোI পাঁচ জনের নাম প্রকাশ করা হয়েছেI

রাজস্ব দপ্তর জানায়, মিশরের আইনজীবী মাজদি সেলিম, দপ্তর যাকে প্রধান সহায়তাকারী হিসাবে অভিহিত করেছে এবং মুহাম্মদ নাসর আল দিন আল গাজলানি, মিশরের একটি আর্থিক কুরিয়ার সংস্থার কর্মী এবং তুরস্কের নাগরিক, নুরেত্তিন মুসলিহান, সেব্রাইল গুজেল এবং সোনের গুরলিয়েনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছেI


রাজস্ব দপ্তর এক বিবৃতিতে জানায়, আজকের এই নিষেধাজ্ঞা আরোপের ফলে, উপরে বর্ণিত সকল ব্যক্তির সহায়-সম্পদ অথবা যে কোনো পরোক্ষ বা সরাসরি তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রে ব্যক্তিগতভাবে বা নিষিদ্ধকৃত ব্যক্তিদের সঙ্গে ৫০% বা তার চাইতে বেশি তাদের মালিকানাধীন অথবা যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের মালিকানাধীনে বা নিয়ন্ত্রণাধীনে থাকা সম্পদ অবশ্যই আটক করা হবে এবং দপ্তরের Office Of foreign Assets Control বা OFAC বিভাগকে জানাতে হবেI

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, OFAC 'র জারিকৃত সাধারণ বা বিশেষ লাইসেন্স'এর অনুমতি ছাড়া কিংবা অন্য কোন ছাড় দেয়া ছাড়া, OFAC 'র নিষেধাজ্ঞার মাধ্যমে সাধারণ ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে আটককৃত বা সনাক্তকৃতদের, বা অন্য যে কোন ব্যক্তি যাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সম্পদ বা আর্থিক স্বার্থ জড়িত এমন কোন বিষয়ে ,তাদের সঙ্গে সব রকমের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।

.

(কিছু তথ্য রয়টার্স সংস্থা থেকে পাওয়া)

XS
SM
MD
LG