অ্যাকসেসিবিলিটি লিংক

বেশ কিছু ইস্যু যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্কের টানা পোড়েন বাড়িয়ে দিতে পারে: অধ্যাপক আলী রীয়াজ


সম্প্রতি তুরস্কের পেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর করে গেলেন। যুক্তরাষ্ট্র এবং তুরস্ক উভয়ই তাদের মধ্যকার সম্পর্ক যে অত্যন্ত ভাল, সে কথাটার ওপর জোর দিয়েছে। কিন্তু এ দু'দেশের মধ্যে যে বেশ কিছু বিষয় নিয়ে টানা পড়েন রয়েছে, সে সম্পর্কেই ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেছেন, ইলিনয় স্টেট ইউনিভারসিটির Politics and Government বিভাগের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

অধ্যাপক রীয়াজ বলেন যে, সিরিয়ায় YPG কে ভারি অস্ত্র সরবরাহের ব্যাপারে পেন্টাগনের সাম্প্রতিক সিদ্ধান্ত তুরস্ককে ক্ষিপ্ত করেছে। কারণ তুরস্ক মনে করে যে কুর্দি এই গোষ্ঠিটি বিচ্ছিন্নতাবাদী PKK এর সঙ্গে সম্পৃক্ত। কিন্তু যুক্তরাষ্ট্র YPG কে সিরিয়ায় কথিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে বৃহ্ত্তর জোটের অংশ হিসেবেই দেখতে চায়। তা ছাড়া গত বছর রেজেপ তৈয়ব এরদোয়ান সরকারকে ক্ষমতাচ্যুত করতে যে সামরিক অভূত্থান হয়েছিল তার জন্য এরদোয়ান সরকার যুক্তরাষ্ট্রে অবস্থিত তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ি করেছে এবং গুলেনের স্বদেশ প্রত্যাবর্তনের দাবি জানিয়েছে। এসব বেশ কিছু ইস্যু আছে যা যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্কের টানা পোড়েন বাড়িয়ে তুলতে পারে। সাক্ষাৎকারটি নিয়েছেন আনিস আহমেদ। বিস্তারিত সাক্ষাৎকারটি শুনতে নিচের অডিওতে ক্লিক করুন।

Ali Riaz
Ali Riaz


XS
SM
MD
LG