অ্যাকসেসিবিলিটি লিংক

ইউএসএইডের প্রধান রাজিভ শাহ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন


যুক্তরাস্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইডের প্রধান রাজিভ শাহ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। ২০০৯ সাল থেকে তিনি সংস্থাটির ১৬তম প্রধান হিসাবে কাজ করে আসছিলেন।

বুধবার এক বিবৃতিতে শাহ বলেন তিনি মিশ্র অনুভুতি নিয়ে এ পদ ছেড়ে দিচ্ছেন। তবে বিস্তারিত কিছু বলেন নি।

সংস্থার এক মুখপাত্র বলেন ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে রাজিভ শাহ জীবনের নতুন এক অধ্যায় শুরু করার জন্যেই এ দায়িত্ব ছেড়ে দিচ্ছেন এবং তিনি আশা করেন তিনি তার পরিবারকে বেশী সময় দিতে পারবেন।

কিউবায় যোগাযোগ প্রযুক্তি নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া USAID এর ঠিকাদার এ্যালান গ্রসকে ৫ বছর পর মুক্তি দেয়ার ঘোষণার পর রাজিভ শাহর পদত্যাগের ঘোষণা আসল। ঐ সময় যুক্তরাস্ট্রের আইন প্রণেতারা USAID এর সমালোচনা করেন।

XS
SM
MD
LG