অ্যাকসেসিবিলিটি লিংক

আগামী পাঁচ বছরে নতুন যক্ষ্মা আক্রান্ত রোগীকে সনাক্ত ও চিকিৎসা দেওয়া হবে


Signing ceremony of the TB statement
Signing ceremony of the TB statement

বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বাংলাদেশ থেকে যক্ষ্ম রোগ বা টিবি নির্মূল করার জন্য তাদের অংশীদারত্বকে আরও জোরদার করার অঙ্গীকার করেছে।

মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্র দুতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অংশীদারত্ব প্রতিশ্রুতি স্পংক্রান্ত এক বিবৃতিতে ২০২২ সালের মধ্যে যক্ষ্মা রোগের প্রকোপ হ্রাস করতে একটি যৌথ কাঠামো প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যার মাধ্যমে সব ধরনের যক্ষ্মা সনাক্তকরণ ও তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। এতে বলা হয় বিনিয়োগের সংস্থান ও বিশ্বজুড়ে দেশগুলোকে সহায়তা করার পাশাপাশি ২০২২ সালের মধ্যে ৪ কোটি যক্ষ্মা রোগীর চিকিৎসা করতে জাতিসংঘের যে লক্ষ্য তা পূরণ করাই ইউএসএআইডি'র নতুন এই অংশীদারত্ব বিবৃতির লক্ষ্য।

আজ অংশীদারত্ব বিবৃতিতে স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২০২২ সালের মধ্যে যক্ষ্মার প্রকোপ উল্লেখযোগ্য ভাবে হ্রাস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১৫ লাখের বেশি নতুন যক্ষ্মা আক্রান্ত রোগীকে সনাক্ত করা হবে ও তাদের চিকিৎসা দেওয়া হবে।

ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।

XS
SM
MD
LG