অ্যাকসেসিবিলিটি লিংক

কাল থেকে বাংলাদেশে টিকাদান শুরু


বাংলাদেশে গণ-ভ্যাকসিন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সারাদেশে ১ হাজার ৫ টি হাসপাতালে স্থাপন করা কেন্দ্রে ভ্যাকসিন দেয়া হবে। এর মধ্যে ঢাকায় ৫০টি কেন্দ্র রয়েছে। তবে প্রথম দিন ঠিক কতোজনকে ভ্যাকসিন দেয়া হবে এমন কোন তথ্য জানানো হয়নি। কারা ভ্যাকসিন পাবেন তাও স্পষ্ট নয়। প্রথম দিন যারা ভ্যাকসিন পাবেন তাদের শনিবার রাতের মধ্যে এসএমএস দিয়ে জানিয়ে দেয়া হবে।

বিকালে স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিকাদান কর্মসূচির বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল, যারা ভ্যাকসিন নেবেন তাদের জানানো হয়েছে কিনা। জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে বলা হয়, শনিবার রাতের মধ্যে তারা মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাবেন।

please wait

No media source currently available

0:00 0:02:06 0:00
সরাসরি লিংক

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানান, ঢাকায় ৫০ টি হাসপাতালে ২০৪টি দল ভ্যাকসিন দিতে কাজ করবে। ঢাকার বাইরে ৯৫৫ টি হাসপাতালে কাজ করবে ২ হাজার ১৯৬ টি দল। কেন্দ্রীয়ভাবে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দেশের সব উপজেলায় ভ্যাকসিন পৌঁছে গেছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, যারা নিবন্ধন করতে পারেননি তারা টিকাকেন্দ্রে এসে নিবন্ধন করতে পারবেন। তবে মোবাইল ফোনে এসএমএস পাওয়ার পর ভ্যাকসিন নিতে পারবেন। নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ভ্যাকসিন দেয়া হবে। শনিবার বিকাল পর্যন্ত ৩ লাখ ২৮ হাজার ১৩ জন ভ্যাকসিন নিতে নিবন্ধন করেছেন।

সরকার প্রথম মাসে ৩৫ লাখ মানুষ ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা করেছে। সে অনুযায়ি প্রতিদিন এক লাখের বেশি মানুষকে ভ্যাকসিন দিতে হবে। নিবন্ধনে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এই লক্ষ্য অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে।

স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে টিকাদান কর্মসূচির উদ্বোধনের সময় দুই দিনে যে ৫৬৭ জন ভ্যাকসিন নিয়েছিলেন তাদের সবাই সুস্থ আছেন। জটিল কোন প্রতিক্রিয়া হয়নি।

ওদিকে সর্বশেষ এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। নতুন শনাক্ত হয়েছেন ৩০৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ হাজার ১৯০ জনের। শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৫১।

XS
SM
MD
LG