অ্যাকসেসিবিলিটি লিংক

 ভ্যাকসিন নিতে জনগণের হতাশা ও অনীহা এখন উদ্বেগের বিষয় 


যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ প্রশাসনের কমিশনার, স্টিফেন হান, CNN সংবাদ মাধ্যমকে জানান, মারণাত্মক করোনা রোগের বিরুদ্ধে ভ্যাকসিন কর্মসূচি আশাতীতভাবে তড়িৎ গতিতে সোমবার থেকে শুরু হচ্ছেI মিশিগানের ফাইজার প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যেই বিমান ও অন্যান্য পরিবহন যোগে ১,৮৪,০০০ টিকা বিভিন্ন গন্তব্যস্থানের পথে রয়েছেI

আগেই জানানো হয়েছে সম্মুখভাগের প্রথম সারির স্বাস্থ্যকর্মী ও নার্সিং হোমসের লোকজনকে প্রথমে এই ভ্যাকসিন দেয়া হবেI তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এতে পরিবর্তন আনতে পারেনI যেমন, হোয়াইট হাউসের কর্মকর্তারাও প্রথম সারির প্রাপক হতে পারেন বলে জানানো হয়েছেI

সরকারি ভ্যাকসিন কর্মসূচির প্রধান, মুন্সেফ স্লাউই বলেছেন, সংক্রমণ থামাতে প্রায় ৮০% জনগণকে টিকার আওতায় আনতে হবে, যে হার এখন মাত্র ৬২% I তিনি জানান, জনগণের হতাশা ও টিকা গ্রহণ বিলম্বিত করার সিদ্ধান্ত এখন উদ্বেগের বিষয়I

প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন, জনগণের উদ্দেশ্যে বলেন, এই ভ্যাকসিন আমাদের সেরা বিজ্ঞানী ও গবেষকদের নিরলস পরিশ্রমের ফলাফলI এর ওপরে আমাদের আস্থা আনতে হবেI

XS
SM
MD
LG