অ্যাকসেসিবিলিটি লিংক

 পেরুতে ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু 


ল্যাটিন আমেরিকার অন্যতম ব্যাপক ক্ষতিগ্রস্ত দেশ, পেরুতে মানুষের দেহে
ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছেI বুধবার চীনের বৃহৎ একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা, 'সাইনোফার্ম' প্রায় ২৪জনের ওপর এর কার্যকারিতার পরীক্ষা শুরু করেছেI তাদের লক্ষ্য ১৮ থেকে ৭৫ বছর বয়সী ৬,০০০ লোককে ভ্যাকসিনের পরীক্ষার আওতায় আনাI অংশগ্রহণকারীদের উহান থেকে আনা বংশ-সম্বলিত ভাইরাসের তিনটি ইনজেকশন দেয়া হবেI

পেরুতে করোনা ভাইরাসে ৬,৯৬,০০০ জন সংক্রমিত হয়েছেন এবং ৩০,০০০ বেশি লোকের মৃত্যু হয়েছেI 'সাইনোফার্ম' সংস্থা এর আগে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেI

XS
SM
MD
LG