অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র বার্ষিক প্রাক্তন সৈনিক দিবস উদযাপন করছে


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা লক্ষ লক্ষ আমেরিকানের সঙ্গে যোগ দিচ্ছেন বার্ষিক প্রাক্তন সৈনিক দিবস উদযাপনে। আজ সোমবার যুক্তরাষ্ট্রে ছুটির দিন।

মি ওবামা, সামরিক বাহিনীর সেনাদের একটি দল ও তাদের পরিবারদের White Houseএ প্রাতরাশ ভোজে আপ্যায়ন করেন। পরে প্রেসিডেন্ট Arlington National Cemeteryতে এক অনুষ্ঠানে ঐতিহ্যগত ধারায় পুস্পার্ঘ অর্পণ করবেন।

যুক্রাষ্ট্রের প্রথম এই দিনটি উদযাপিত হয় ১৯১৯ সালে Armistice Day বা যুদ্ধবিরতি দিবস হিসেবে। তার এক বছর আগে ১৯১৮ সালের ১১ই নভেম্বার যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা প্রথম বিশ্ব যুদ্ধ অবসানের লক্ষ্যে জার্মানির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করে।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধ এবং কোরিয়ান যুদ্ধের পর এই ছুটির দিনটিকে ১৯৫৪ সালে প্রাক্তন সৈনিক দিবস হিসেবে পালন করা শুরু হয়, সব কটি যুদ্ধে যে আমেরিকান সেনারা অংশ নেন তাদের সম্মানে।
XS
SM
MD
LG