অ্যাকসেসিবিলিটি লিংক

সিঙ্গাপুর সফরে আঞ্চলিক নিরাপত্তাকে গুরুত্ব দিলেন কামালা হ্যারিস


সিঙ্গাপুরে যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণরত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, ২৩শে অগাস্ট, ২০ ২১ - রয়টার্স
সিঙ্গাপুরে যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণরত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, ২৩শে অগাস্ট, ২০ ২১ - রয়টার্স

দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের শুরুতে সিঙ্গাপুরে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, তাঁর এই সফরকে অবাধ ও মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চর গড়ার এক মিলিত প্রয়াস বলে উল্লেখ করেনI

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, লি সিয়েন লুঙ্গ'র পাশে থেকে, সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ভাইস প্রেসিডেন্ট হ্যারিস, দক্ষিণ চীন সাগরসহ এই অঞ্চলে, নৌ-স্বাধীনতায় আন্তর্জাতিক নীতিমালা সমুন্নত রাখার প্রতি এই অঞ্চল, তথা যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতি জোর দেনI তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, করোনা সংক্রমণের নিরসনে এবং ভবিষ্যতের সংক্রমণ প্রতিরোধে সহযোগিতা নিয়ে সোমবার তাদের মধ্যে সবিস্তারে আলোচনা হয়েছেI

“তিনি বলেন, এই মহামারী, বিশ্ব স্বাস্থ্য রক্ষায় অংশীদার হিসাবে কাজ করার গুরুত্বকে তুলে ধরেছে"I

মঙ্গলবার, তিনি দুটি দেশের সহযোগিতা বৃদ্ধির যৌথ প্রয়াসের অংশ হিসাবে, ব্যাবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় মিলিত হবেনI যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে, এছাড়াও নতুন করোনা ভেরিয়েন্ট শনাক্ত করা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রস্তুতিমূলক উদ্যোগে সহায়তা করতে সম্মত হয়েছেI
.
ভাইস প্রেসিডেন্ট হ্যারিস বলেন, "বিশ্বনেতা হিসাবে আমি এখানে এসেছি এবং সেই ভূমিকাকে আমরা গুরুত্ব সহকারে দেখছি"I

সোমবার দিনের শুরুতে তিনি একটি স্বাগত অনুষ্ঠানে অংশ নেন এবং প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে মিলিত হনI মঙ্গলবার দিনের শেষে, যুক্তরাষ্ট্রের প্রথম একজন ভাইস প্রেসিডেন্ট হিসাবে, তিনি হ্যানয় সফরে যাবেনI

XS
SM
MD
LG