অ্যাকসেসিবিলিটি লিংক

সীমিত পরিসরে বিজয় দিবস পালিত


ভোরের সূর্য উঁকি দিচ্ছে। বাংলাদেশ তখন জেগে গেছে। তোপধ্বনির শব্দ জানান দিলো, আজ বাঙ্গালির বিজয়ের দিন। পাকিস্তানি বাহিনীকে হারিয়ে বাঙালি ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। ১৬ই ডিসেম্বর তাই বিজয় দিবস হিসেবেই ইতিহাসের অংশ হয়ে গেছে। এবার কোনো আনুষ্ঠানিকতা ছিল না। বাদ সেধেছে করোনা মহামারি। সীমিত পরিসরে উৎসব। প্রস্তুতি ছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আয়োজন হবে বর্ণিল, জমকালো। বাঙ্গালি জাতির বীরত্বের এই দিনে এমন আয়োজন আর কখনো হয়নি। জাতীয় স্মৃতিসৌধেও মানুষের ঢল নামেনি। আসেনি তেমন বড় কোনো মিছিল। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধেও যেতে পারেননি। তাদের পক্ষ থেকে সামরিক সচিবগণ পুস্পস্তবক অর্পণ করে অগণিত শহীদদের স্মরণ করেন। সশস্র বাহিনীর একটি চৌকস দল এসময় সামরিক কায়দায় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বেজে ওঠে করুণ সুর।

please wait

No media source currently available

0:00 0:02:18 0:00
সরাসরি লিংক


৪৯ বছর পেরিয়ে সুবর্ণ জয়ন্তী যখন হাতছানি দিচ্ছে তখনই ছন্দ পতন ঘটালো এই করোনাভাইরাস। জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ হয়নি। বঙ্গভবন চত্বরে হয়নি সংবর্ধনা। তবে আলোক সজ্জার কোনো কমতি ছিল না। প্রেসিডেন্ট এক বাণীতে বলেন, উন্নয়নের ধারা এগিয়ে নিতে সবার সহযোগিতা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। প্রধানমন্ত্রী তার বাণীতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের তরফে স্মৃতিসৌধে ফুল দেয়া হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রশ্নে কারো সঙ্গে আপস নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিজয় মিললেও মুক্তি মেলেনি। দেশের মানুষের বাক-স্বাধীনতা নেই। মৌলিক অধিকারও হরণ করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কাছাকাছি দাঁড়িয়ে অনেকেই প্রত্যাশা, প্রাপ্তির হিসাব মেলাচ্ছেন। কিন্তু দিনের শেষে সবাই একবাক্যে বলছেন, পাকিস্তান এখন কোথায়? বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন চমক। পাকিস্তানের চেয়েও দিগুণ জিডিপি নিয়ে এগিয়ে চলেছে। পাকিস্তানি লেখক ইউসুফ নজর বুধবার নয়াদৌড় ডিজিটাল মিডিয়ায় দিনটিকে বর্ণনা করেছেন অন্যভাবে। তার কথায়, পাকিস্তানিরা পরাজয় সত্ত্বেও ১৯৭১ সনের ঘটনাবলির কিছু অংশকে স্মরণ করতে চান। কিন্তু বাংলাদেশে পালিত হচ্ছে বিজয় দিবস। বাস্তবতা হচ্ছে এটাই।

XS
SM
MD
LG