অ্যাকসেসিবিলিটি লিংক

ভিয়েতনাম চীন বিরোধী সমাবেশ ভেঙ্গে দিয়েছে


A protester gestures as he marches during an anti-China protest in Vietnam's southern Ho Chi Minh city May 18, 2014. Vietnam flooded major cities with police to avert anti-China protests on Sunday in the wake of rare and deadly rioting in industrial parks
A protester gestures as he marches during an anti-China protest in Vietnam's southern Ho Chi Minh city May 18, 2014. Vietnam flooded major cities with police to avert anti-China protests on Sunday in the wake of rare and deadly rioting in industrial parks
রবিবার হোচি মিন শহরে পুলিশ চীন বিরোধী সমাবেশ ভেঙ্গে দিয়েছে। বেজিং ভিয়েতনাম থেকে তাদের হাজার হাজার নাগরিককে অপসারণ করা অব্যাহত রেখছে।

নিরাপত্তা বাহিনী অন্যান্য বড় বড় শহরে সমবেত হয় যখন হা তিন প্রদেশে একটি ইস্পাত কারখানায় প্রায় ১৫০ কর্মী আহত হয়। ওই কর্মীরা চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলো কারণ চীন ভিয়েতনামের জলসীমায় তেল উত্তোলনের অয়েল রিগ স্থাপন করে।

অয়েল রিগের কাছে দুদেশের জাহাজ টহল দিচ্ছে এবং একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। বেজিং বলছে বলেছে তারা ৩ হাজার চীনা নাগরিককে অপসারণ করেছে। এদের মধ্যে ১৬ জন গত সপ্তাহে গুরুতরো ভাবে আহত হয়।বেজিং আরও বলেছে তারা ৫টি জাহাজ পাঠাচ্ছে যাতে যারাই চলে যেতে চাইছে তারা যেতে পারে।

Hanoi সরকার শনিবার আরও সহিংসতা এড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
XS
SM
MD
LG