অ্যাকসেসিবিলিটি লিংক

ভিয়েতনামে নুতন সংক্রমণ কর্তৃপক্ষকে হতবাক ও বিচলিত করেছে 


Women wearing face masks stand on a beach in Vung Tau city, Vietnam, Sunday, July 26, 2020. Vietnam on Sunday reimposed restrictions in one of its most popular beach destinations after a second person tested positive for the virus, the first locally…
Women wearing face masks stand on a beach in Vung Tau city, Vietnam, Sunday, July 26, 2020. Vietnam on Sunday reimposed restrictions in one of its most popular beach destinations after a second person tested positive for the virus, the first locally…

সংক্রমণের শুরু থেকেই ভিয়েতনামে সংক্রমণ রোধে সরকারের অভাবনীয়
সাফল্য বিশ্বের নজর কেঁড়ে নিয়েছিল I জনজীবন ছিল সেখানে একেবারেই স্বাভাবিক, রেস্তোরা, হোটেল খোলা ছিল এবং সাগর সৈকতে নজরকাড়া ভিড় চোখে পড়ার ছিল I
অকস্মাৎসেই ভিয়েতনামের চিত্র বদলিয়ে যায় গেলো সপ্তাহান্তে যখন ৩০টি সংক্রমণ ধরা পড়ে I সাগর সৈকত থেকে হাজার হাজার পর্যটকদের অন্যত্র সরিয়ে নিতে হয়, আবার অনেকেই বিশৃঙ্খলায় সৈকত শহরে আটকা পড়েন, ফ্লাইটস বাতিল করে দিতে হয় এবং হাসপাতালগুলিতে লক ডাউন ঘোষণা করা হয় I

এখন ভিয়েতনাম কর্তৃপক্ষের উদ্বেগ যে এই ভাইরাস হয়তোবা চুপিচুপি স্থানীয় লোকজনদের মধ্যে ছড়িয়ে পড়েছে I তাই তাদের মনে প্রশ্ন যে, এই সংক্রমণের বিরুদ্ধে সর্বোত্তম সাড়া দেবার পরেও, এই ভাইরাসকে কি সত্যিই নিশ্চিহ্ন করা গিয়েছে ?

XS
SM
MD
LG