ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক শক্তিশালি করার লক্ষ্যে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামা আমন্ত্রণ জানালেন ভিয়েতনামের সমাজতান্ত্রিক দলের নেতা নিগুয়েন ফু থ্রংকে।
ভিয়েতনাম যুদ্ধের ৪০ বছর শেষে এই প্রথম কোনো ভিয়েতনামী সমাজতান্ত্রিক দলের নেতার যুক্তরাস্ট্র সফর।
২০ বছর আগে দুই দেশের সম্পর্ক সা্বাভাবিক হওয়ার পর থেকে নানা ক্ষেত্রে এ সম্পর্ক ঘীনষ্ট হতে থাকে। দক্ষিন চীন সাগরে চীনের সঙ্গে প্রতিবেশীদের বিবাদের কারনে বর্তমানে ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো শক্তিশালি করার চেষ্টা চলছে।
হোয়াইট হাউজের এক বিবিৃতিতে বলা হয় প্রেসিডেন্ট ওকবামা ভিয়েতনামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ, মানবাধিকার দ্বিপাক্খিক প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধির বিষয়েও আলৈাচনা হয় বলে জানানো হয়।