অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে ইহুদিদের বিরুদ্ধে সহিংস হামলা বৃদ্ধি পেয়েছে 


ইসরাইলী গবেষণা সংস্থা, 'ক্যান্টোর সেন্টার' বুধবার, তাদের রিপোর্টে জানায়,করোনা মহামারী চলাকালে, বিশ্বজুড়ে ইহুদি বিরোধী সহিংসতার মাত্রা কমে গেলেও, যুক্তরাষ্ট্র ও জার্মানিতে গত বছর, তা বহুলাংশে বৃদ্ধি পায়I গত বছর যুক্তরাষ্ট্রে ইহুদি বিরোধী ১১৯টি ঘটনা লিপিবদ্ধ করা হয়েছেI ইসরাইলের পরেই বৃহত্তর এক ইহুদি জনগোষ্ঠীর বসবাস এই যুক্তরাষ্ট্রেI এখানে ৪০ লক্ষ ২০ হাজার ইহুদি আমেরিকান জনগণ বসবাস করছেন, যেখানে সাম্প্রতিক বছরগুলিতে সহিংসতা বৃদ্ধির কারণে তাদেরকে ভয়-ভীতির মধ্যে দিন কাটাতে হচ্ছেI
জার্মানিতে এক লক্ষের অধিক ইহুদি জনগণ বসবাস করছেনI 'ক্যান্টোর সেন্টার' জানায়, ২০১৯ সালে তারা সহিংসতার কারণে, ৪১টি মৃত্যু রেকর্ড করে, যে সংখ্যা ২০২০ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায়, ঊনষাটেI দুটি দেশেই বর্বরতামূলক মনোভাব, এসব সহিংসতা বৃদ্ধির কারণ বলে রিপোর্টে জানানো হয়I

অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও বৃটেনে বৃহৎ সংখ্যায় ইহুদি জনগোষ্ঠী থাকলেও, সেসব দেশে হামলার ঘটনা কম রেকর্ড করা হয়েছেI গবেষণা কেন্দ্রটি ২০২০ সালে বিশ্বজুড়ে মোট ৩৭১টি হামলার খবর দিয়েছেI

XS
SM
MD
LG