যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্টের অভিষেক উপলক্ষ্যে ভয়েস অফ আমেরিকার আজকের বিশেষ আয়োজন:
১. ভয়েস অফ আমেরিকার আজকের রেডিও অধিবেশন এক ঘন্টার। যা শুনবেন বাংলাদেশ সময় রাত ১০ থেকে ১১টা এবং ভারতে ৯.৩০ থেকে ১০.৩০ পর্যন্ত। আর এই অধিবেশনে থাকবে ক্যাপিটল হিল থেকে সরাসরি সম্প্রচার, বিভিন্ন প্রেসিডেন্টের শপথ নেবার ইতিহাস, ডনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে নেয়া নানা ঘটনার বিস্তারিত বিবরন ইত্যাদি।
২. ফেইস বুকে থাকবে বেশ কিছু লাইভ সম্প্রচার।
৩. ওয়েব পেইজে থাকবে সবশেষ খবর এবং ছবি।
৪. এছাড়াও NTV ও RTV তে থাকবে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে বেশ কিছু পরিবেশনা।
আশা করি সঙ্গেই থাকবেন।