অ্যাকসেসিবিলিটি লিংক

মরমী কবি জসিম উদ্দীনের কন্ঠেই শুরু হয়েছিল ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান


"নানান বরণ গাভীরে তার একই বরণ দুধ, আমি জগত ভরমিয়া দেখলাম একই মায়ের পুত" -মরমী কবি জসিম উদ্দীনের আবেগভরা কন্ঠেই শুরু হয়েছিল ১৯৫৮ সালের পয়লা জানুয়ারী V.O.A.-র নিয়মিত বাংলা অনুষ্ঠান।

ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান পরিবেশনার লক্ষ্য হচ্ছে: আমেরিকার মূল চিন্তাধারা এবং রাষ্ট্রীয় ও সামাজিক ব্যবস্থার সার্বিক ও সুষম চিত্র তুলে ধরা।

"সংবাদের ক্ষেত্রে ভয়েস অফ আমেরিকা অবশ্যই একটা পরম নির্ভরযোগ্য ও প্রশাসনিক সুত্র হিসেবে কাজ করবে এবং পরিবেশিত সংবাদ অবশ্যই নির্ভুল, নিরপেক্ষ ও বোধগম্য হবে। খবর ভাল হোক বা মন্দ হোক- ঠিক যা ঘটছে, তার সঠিক বিবরণীই আমরা পরিবেশন করবো।"

XS
SM
MD
LG