বাংলাদেশে জামাত নেতা মীর কাসেম আলীকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মৃত্যু দন্ডাদেশ দিয়েছে। জামাত প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল ডেকেছে। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
বাংলাদেশে,জামাতের ডাকা তিনদিনের হরতালের আজ ছিলো দ্বিতীয় দিন।হরতালের খবর দিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিয়ুর রহমান চৌধুরী।
বাংলাদেশে কি কারণে ভয়াবহ বিদ্যুত বিপর্যয় ঘটলো সে সম্পর্কে কতৃপক্ষিয় সূত্রে কিছু বলা হয়নি রবিবারেও। দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বলেছেন তিন দিন অপেক্ষা করার জন্যে- জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তাঁর আরেক রিপোর্টে।
বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ HUJI-র তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ- জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।