দেশের সংসদ নির্বাচনের প্রস্তুতিতে কলকাতার ব্রিগেড ময়দানে সমাবেশ করলো দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল রাজ্যের মানুষের মন কাড়তে ।বিষয়টির ওপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষরায় ।
ভারতের রাজনীতি অঙ্গনে আম আদমি পার্টী মনে করছে, লোকসভা নির্বাচনে আসল লড়াই হবে বি জে পি’র বিরুদ্ধে তাদের আম আদমি দলের – জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
ভারতে, সরকারি সংবাদ সূত্রের খবর- শিগগিরিই ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিকভহবে স্বীকৃতি দেবে বিশ্ব স্বাস্থ সংস্থা world health organization – WHO. বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষরায় ।
ভারতের রাজনীতি অঙ্গনে আম আদমি পার্টী মনে করছে, লোকসভা নির্বাচনে আসল লড়াই হবে বি জে পি’র বিরুদ্ধে তাদের আম আদমি দলের – জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
ভারতে, সরকারি সংবাদ সূত্রের খবর- শিগগিরিই ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিকভহবে স্বীকৃতি দেবে বিশ্ব স্বাস্থ সংস্থা world health organization – WHO. বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষরায় ।