দু’দিনের জম্মু-কাশ্মির সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী অরুন জেটলী পাকিস্তানকে উদ্দেশ করে মন্তব্য করেছেন- সীমান্তে গোলমাল আগে থামাতে হবে, তার পরই আলোচনার প্রক্রিয়া নিয়ে কথা হতে পারে। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষরায়।
মঙ্গলবার না হলেও বুধবার নিশ্চিতভাবেই দক্ষিন বঙ্গে বর্ষা নেমে যাবে বলে বলা হচ্ছে। এই বর্ষা নামা নিয়েই কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
মঙ্গলবার না হলেও বুধবার নিশ্চিতভাবেই দক্ষিন বঙ্গে বর্ষা নেমে যাবে বলে বলা হচ্ছে। এই বর্ষা নামা নিয়েই কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।