অস্টাদশ সার্ক সম্মেলনের সূচনাপর্বে আজ নেপালের কাঠমান্ডুতে আলোচনা শুরু হলো যুগ্ম সচীব পর্যায়ে- জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।
পশ্চিম বঙ্গে একের পর এক দলীয় নেতা সারদা চিট্ ফান্ড তদন্তের জেরে গ্রেফতার হচ্ছেন আর আতংক ছড়িয়ে পড়ছে তৃণমূল কংগ্রেসে। বেশ কিছু নেতার দলত্যাগের সম্ভাবনাও দেখা দিচ্ছে এখন- রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেক গৌতম গুপ্ত।