ভারতে, পরমাণূ-বিদ্যুত উত্পাদন ক্ষমতা আগামি দশ বছরে তিনগুন বাড়ানোর লক্ষ স্থির করলো সরকার- এ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
কলকাতার বই মেলায় এক অনুষ্ঠানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড রাহূল ভার্মা বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামার সাম্প্রতিক ভারত সফর অর্থনীতিতে প্রণোদনা জোগাতে মদত দেবে- রিপোর্ট পাঠিয়েছেন এরই ওপর কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।