অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ন খবর


যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ন খবর নিয়ে VOA60তে সবাইকে আমন্ত্রন জানাচ্ছি আমি সেলিম হোসেন।

নেভাদায় প্রথম ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল বিতর্কের আগে ডনাল্ড ট্রাম্পের হোটেলের বাইরে অকস্মাৎই ছোট এক সমাপবেশ করলেন ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারী ক্লিনটন। রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থীতায় এগিয়ে থাকা ডনাল্ড ট্রাম্পকে তিনি আক্রমন করলেন এই বলে যে শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার থাকতে হবে, এবং প্রেসিডেন্ট হলে তিনি তাদের সেই অধিকার রক্ষায় কাজ করবেন।

ক্যানসাস শহরে একটি জ্বলন্ত এ্যাপার্টমেন্ট ভবনে আগুন নেভাতে গিয়ে হঠাৎই ভবনের একটি অংশ ধ্ধসে দুইজন অগ্নি নির্বাপক কর্মীর ওপরে পড়লে তারা মারা যান। ফায়ার বিভাগ প্রধান পল বেরাদী বলেছেন ঐ দেয়াল ধ্ধসার আগে ঐ দুই অগ্নি নির্বাপক কর্মী দুইজন অধিবাসীর জীবন রক্ষা করেন।

ইক ইয়াক নামের এক সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমানুষের ওপর গুলীবর্ষণের হুমকী দেয়ার কারনে এমোরী অক্সফোর্ড কলেজের এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। হিকারী সাকামোতো নামের ঐ ছাত্রী সন্ত্রাসী হুমকী দেয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছে। সে বলেছে মজা করার জন্যে সেটি সে করছে।

সুপ্রিয় দর্শক, এই ছিল VOA60তে আজকের খবরগুলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

XS
SM
MD
LG