অ্যাকসেসিবিলিটি লিংক

VOA60তে সবাইকে আমন্ত্রন


যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ন খবর নিয়ে VOA60তে সবাইকে আমন্ত্রন জানাচ্ছি আমি সেলিম হোসেন।

কংগ্রেস এবং হোয়াইট হাউজ একটি সমঝোতায় এসেছে যার ফলে সরকারের ঋণের মাত্রা বেঁধে দেওয়া সম্ভব হবে। কয়েক সপ্তাহের আলোচনার ফলস্বরূপ হওয়া এই সমঝোতায়, বাজেট নিয়ে হোয়াইট হাউজ ও প্রতিনিধি পরিষদের রক্ষণশীল সদস্যদের মধ্যকার দ্বন্দ্ব কাটনো সম্ভব হবে।

USS Lassen নামের যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপনাস্ত্র বিধ্ধংসী অস্ত্র দক্ষিন চীন সাগরের বিতর্কিত কৃত্রিম দ্বীপের ২২ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করার পর বেইজিংএ এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রনালয় এই ঘটনাকে চীনের সার্বভৌমত্বের প্রতিক হুমকী হিসাবে আখ্যা দিয়েছে।

বুধবার কলোরাডোয় অনুষ্ঠিতব্য রিপাবলিকান দলীয় তৃতীয় প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কের আগে করা এক জরিপে দেখা যায় বেন কার্সন ডনাল্ড ট্রাম্প অপেক্ষা এগিয়ে রয়েছেন। সিএনবিসির করা ঐ বিতর্কে রিপাবলিকান দলের মনোনয়োন প্রাপ্তিতে শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের ওপর জোর দেয়া হচ্ছে।

সুপ্রিয় দর্শক, এই ছিল VOA60তে আজকের খবরগুলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

XS
SM
MD
LG