আজ যুক্তরাষ্ট্রের বেশকিছু রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় নির্বাচন। ওয়াশিংটন পোষ্টের রিপোর্টে বলা হয়েছে তিনটি রাজ্যে গভর্ণর নির্বাচন হচ্ছে। তবে কেনতাকী রাজ্যের প্রতি সকলের আগ্রহ। সাম্প্রতিক সময়ে ডেমোক্রেট নিয়ন্ত্রিত এই রাজ্যে এবার রিপাবলিকান প্রার্থী গভর্ণর পদে জয়লাভ করবে এমন আশা করছেন সকলে। নির্বাচন প্রধান বিষযগুলোর মধ্যে রয়েছে ওহাইও রাজ্যে মারিজুয়ানা বৈধ করার প্রস্তাব।
NBC/Wall Street জার্নালের জরিপে দেখা যাচ্ছে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থীতার প্রতিযোগিতায় এ্যাতোদিন এগিয়ে থাকা প্রার্থী ডনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে বেন কার্সন। কার্সনের ভোটার সমর্থন এখন রিপাবলিকান দলের মধ্যে সর্বোচ্চ, যা ২৯ শতাংশ।
সিএনএন রিপোর্টে বলা হচ্ছে হিলারী ক্লিনটন সন্তান হারা কতিপয় পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করেছেন যারা গোলাগুলিতে পড়ে সন্তানহারা হয়েছেন। তাদের মধ্যে ছিলেন ট্রায়ভন মার্টিন, জর্ডান ডেভিস, মাইকেল ব্রাউন এবং তামির রাইসের বাবা-মা।