অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটেন হাজার হাজার বন্দীকে সাময়িকভাবে মুক্তি দেবে


বৃটেনের সরকার জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে তারা হাজার হাজার বন্দীকে সাময়িকভাবে মুক্তি দেবে। বৃটেনে মৃতের সংখ্যা ৪৩০০ জনের বেশী।

ফ্রান্সের সামরিক বাহিনী হেলিকপ্টার ও ট্রেনে করে রোগীদের পশ্চিমাঞ্চলের হাসপাতালে নিয়ে যাচ্ছে। ফ্রান্সে প্রায় ৯০,০০০ সংক্রমণ ধরা পড়েছে এবং মৃতের সংখ্যা ৭৫৬০ জন।

যুক্তরাষ্ট্রে সংক্রমণের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হচ্ছে নিউইযর্ক। রাজ্যটিতে মৃতের সংখ্যা এখন প্রায় ৩০০০ জন। যুক্তরাষ্ট্রে রবিবার সকাল নাগাদ ৮৪৫৪ জনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় উদ্যোগের কথা না বলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, রাজ্যের গভর্নরদের সংকট মোকাবেলার নির্দেশ দিয়েছেন।

XS
SM
MD
LG