চীনের শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী, ওয়াং ই, প্রেসিডেন্ট বাইডেনের প্রতি দুটি দেশের সম্পর্ক উন্নয়নে, পুনরায় আলোচনা শুরু করার আবেদন জানিয়েছেনI তিনি বলেন, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদকালে যে সম্পর্কের অবনতি হয়, তা পুনরুদ্ধার করা প্রয়োজনI
তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের চীনকে দমন ও অবরুদ্ধ করে রাখার পদক্ষেপ, চীনের সীমাহীন ক্ষতিসাধন করেছেI তিনি নুতন প্রশাসনের প্রতি চীন সামগ্রীর ওপর থেকে শুল্ক প্রত্যাহারের আবেদন জানানI
পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, এছাড়াও চীনের মৌলিক স্বার্থের প্রতি শ্রদ্ধা জানাতে, বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে এবং তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে চক্রান্ত না করার জন্য, যুক্তরাষ্ট্রের প্রতি আবেদন জানিয়েছেনI
তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলাখুলি আলোচনা চালাতে এবং সমস্যার সমাধান দিতে পারে এমন আলোচনায় মনোযোগ নিবদ্ধ করতে চাইI