অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়ার্নার : ত্রিনিদাদ ও টোবাগোর নির্বাচনের সঙ্গে ফিফা সংশ্লিষ্ট


ফিফার সাবেক ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার বলছেন যে তাঁর কাছে এমন প্রমাণ আছে যে আেই সংগঠনের পরিচালনা পর্ষদ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিল এবং তার দেশ ত্রিনিদাদ ও টবাগোর ২০১০ সালের সাধারণ নির্বাচনের সঙ্গেও।

ফিফা দূর্নীতি কেলেঙ্কারীতে অভিযুক্ত ওয়ার্নার বুধবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন যে তাঁর কাছে এমন নথিপত্র এবং চেক রয়েছে যা কীনা ক্যারিবিয়ো দ্বীপপুঞ্জে ২০১০ সালের নির্বাচনের সঙ্গে ফিফার সংশ্লিষ্টতা প্রমাণ করে।

তিনি বলেন যে তিনি আর সেই সব লোকের কথা গোপন রাখবেন না যারা কীনা সক্রিয় ভাবে ত্রিনিদাদ ও টোবাগোর কষ্টে অর্জিত আন্তর্জাতিক ভাবমূর্তি সক্রিয় ভাবে ধ্বংসের চেষ্টা চালায়। তিনি তাঁর নিজের জীবনের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত সপ্তায় ১৪ জনকে আর্থিক জালিয়াতির জন্যে অভিযুক্ত করে এবং অভিশংসকরা বলছেন যে এতে ক্রীড়া মাধ্যমের নির্বাহীরা , টুর্নামেন্ট আয়োজনের অধিকারের বিনিময়ে ১৫ কোটি ডলার দিয়েছে কিংবা দিতে রাজি হয়েছ।

XS
SM
MD
LG