অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াশিংটন পোস্টের রিপোর্টার জেসন রেজায়ানের বিরুদ্ধে গোয়েন্দাগিরির অভিযোগের বিচার শুরু


ওয়াশিংটন পোস্টের রিপোর্টার জেসন রেজায়ানের বিরুদ্ধে গোয়েন্দাগিরির অভিযোগের বিচার শুরু হয়েছে আজ মঙ্গলবার ইরানে।

রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা IRNA’র খবরে বলা হয় মামলাটি ইরানের রেভোল্যুশনারী আদালতে চলছে যেখানে সাধারণত দেশের জাতিয় নিরাপত্তা বিষয়ের মামলা পরিচালিত হয়।

রেজায়ানকে গত জুলাইতে ইরানে গ্রেফতার করা হয় এবং ইরানের কুখ্যাত এভিন কারাগারে কয়েক মাস কোনো অভিযোগ গঠন ছাড়া এবং কোনো আইনজীবির সঙ্গে যোগাযোগের সুযোড় না দিয়ে রাখা হয়।

তার ভাই আলী বলেন; নিরাপত্তার বিষয় আসলৈ কিছু নয়; তার কিরুদ্ধে করা অভিযোগের প্রমান নেই বলে; তার বিচার হচ্ছে সকলকে অন্ধকারে রেখে।

ওয়াশিংটন পোস্ট এবং যুক্তরাস্ট্রের পররাস্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে কয়েকবার তাকে মুক্তি দেয়ার আহবান জানিয়েছেন।

XS
SM
MD
LG