ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পর থেকে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। পুনরায় রাজনৈতিক সংঘর্ষের বলি তৃণমূল কর্মী। এবার ঘটনাস্থল পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গোলসি অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দলে বোমা বিস্ফোরণে মৃত্যু হল ২জনের। আজ মঙ্গলবার সকালে উত্তর চব্বিশ পরগনার পার্শ্ববর্তী জেলা নদীয়া কল্যাণীর জেএনএম হাসপাতালে আরো এক জনের মৃত্যু হয়।
স্থানীয় সংবাদ সংস্থার খবর গতকাল সোমবার ভারতীয় সময় রাত দশটা নাগাদ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসির খানা জংশন থেকে সাটিনন্দি গ্রামে বাড়ি ফিরছিলেন জয়দেব রায়। তাঁর সঙ্গে ছিলেন আরো তিন জন তৃণমূল কংগ্রেস কর্মী। অভিযোগ, এলাকায় কলাবাগানের কাছে একদল বিজেপি কর্মী সমর্থক তাঁর ওপর চড়াও হন। লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে পিছন থেকে তাঁর ওপর হামলা করা হয়। লোহার রড দিয়ে জয়দেবের মাথায় প্রথমে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে, তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন অন্যান্য তৃণমূল কর্মীরাও। আজ মঙ্গলবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় জয়দেবের। এই মৃত্যুর ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল।
অপরদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দলে বোমা বিস্ফোরণে মৃত্যু হল ২জনের। আজ মঙ্গলবার সকালে উত্তর চব্বিশ পরগনার পার্শ্ববর্তী জেলা নদীয়া কল্যাণীর জেএনএম হাসপাতালে আরো এক জনের মৃত্যু হয়। গতকালই জগদ্দলের বারুইপাড়া এলাকায় বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত হন আরো তিন জন। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে এখনো একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর এলাকায় নামানো হয় RAF, কমব্যাট ফোর্স।