অ্যাকসেসিবিলিটি লিংক

পাঁচ লক্ষ গরীব মানুষকে বাংলার বাড়ি দেওয়া হবে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী


পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট আসন্ন। সেই ভোটের আগে এবার গরীবদের জন্য আবাসন নির্মাণে জোর দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের জেলা বর্ধমান শহর সংলগ্ন কৃষি খামার মাঠে মাটি উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী ২৯শে জানুয়ারি রাজ্যের পাঁচ লক্ষ গরীব মানুষের হাতে বাংলার বাড়ি তুলে দেওয়ার কর্মসূচির সূচনা হবে।

মুখ্যমন্ত্রী আরো বলেন, কলকাতার নেতাজি ইন্ডোরে ষ্টেডিয়ামে হবে মূল অনুষ্ঠান। জেলায় সূচনা করবেন ডিএম। ভোট প্রক্রিয়া চলায় উত্তর চব্বিশ পরগনা ও হাওড়ায় ওই কর্মসূচি পালিত হবে না। ওই দুই জায়গায় হবে ৪ঠা ফেব্রুয়ারি। নাম না করে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রের কাছে মাথা নত করছি না বলে ইডি, সিবিআইকে দিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কোনও চাপের কাছে নতি স্বীকার করবো না।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG