অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গে ডেঙ্গু মোকাবিলায়  রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিট নিয়ে ‘হাই অ্যালার্ট’


রাজ্যে ডেঙ্গু পরিস্থিতির মোকাবিলায় রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিট থাকা তথা প্লেটলেট তৈরির ক্ষমতা থাকা রাজ্যের সবক’টি ব্লাড ব্যাংককে ‘হাই অ্যালার্ট’ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। কোনওভাবেই যাতে সাধারণ মানুষের অপরিহার্য উপাদান প্লেটলেট পেতে সমস্যায় পড়তে না হল, সেকথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রের খবর। দপ্তরের অতিরিক্ত সচিব এবং রাজ্য এইডস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সমিতি’র প্রকল্প অধিকর্তা পৃথা সরকার এই নির্দেশনামা জারি করেছেন। প্রসঙ্গত বলা যেতে পারে বর্তমানে রাজ্যে এগারোটি বড় ব্লাড ব্যাংকে রক্তের উপাদান যেমন প্লেটলেট, প্লাজমা, প্যাকড সেল, ফ্যাক্টর আট ইত্যাদি উপাদান পৃথক করার আধুনিক ব্যবস্থা আছে। ওই নির্দেশে আরও বলা হয়েছে, রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিট থাকা ব্লাড ব্যাংকগুলির সমস্ত টেকনিশিয়ানকে যেন উপযুক্তভাবে কাজে লাগানো হয়। তাঁদের কাজের রোটেশন ঠিক থাকে এবং মানুষের প্লেটলেট পেতে যেন কোনও সমস্যা না হয়। শুধু তাই নয়, ব্লাড ব্যাংকে কোনও কারণে প্লেটলেট না থাকলে কাছের ব্লাড ব্যাংকে খবর দেওয়া এবং প্লেটলেট পেতে যাতে অসুবিধা না হয়, সেজন্য রোগীদের সেই ব্লাড ব্যাংকে পাঠাতে সাহায্য করার কথাও বলা হয়েছে এই নির্দেশে। এছাড়াও যেসব ব্লাড ব্যাংকে প্লেটলেটসহ রক্তের উপাদান তৈরি হয় না, তাদেরকে এই পরিস্থিতিতে ওই এগারোটি প্লেটলেট উৎপাদনকারী বড় ব্লাড ব্যাংকের সঙ্গে জুড়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG