অ্যাকসেসিবিলিটি লিংক

রবিবার উত্তরবঙ্গের ছয় জেলা আর দক্ষিণবঙ্গের একটি জেলায় নির্বাচন


রবিবার উত্তরবঙ্গের ছয় জেলা আর দক্ষিণবঙ্গের একটি জেলায় নির্বাচন। মোট আসন ৫৬টি, প্রার্থী ৩৮৩ জন, শান্তিরক্ষায় ৮০০ কোম্পানি বা কম-বেশ ৮০,০০০ কেন্দ্রীয় বাহিনি। বরাবরই উত্তরবঙ্গে বামপন্থীরা আর কংগ্রেসের ভাল সংগঠন, জন সমর্থনও প্রচুর। যদি ২০১৪-র লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের দিকে তাকানো যায়, এ বার বাম ও কংগ্রেসের জোট প্রার্থীদের হেসে-খেলে জেতবার সম্ভাবনা অধিকাংশ আসনেই। ২০১৪-র তুলনায় এ বার বিজেপি-র সমর্থনে ভাঁটা পড়েছে, কিন্তু, তৃণমূল কংগ্রেসও নিজেদের সংগঠন আর সমর্থন বাড়াতে চেষ্টা চালাচ্ছে। এই দুয়ের নেট ফল কি হবে, সেটাই কৌতূহলের বিষয়। রবিবারের ভোটে দক্ষিণবঙ্গের একমাত্র জেলা বীরভূমকে নিয়ে নির্বাচন কমিশনের দুশ্চিন্তা। এখানে প্রবল রাজনৈতিক উত্তেজনা আর বিভিন্ন দলের মধ্যে হিংসার অজস্র ঘটনা ঘটে গিয়েছে ইতিমধ্যেই। এখন রবিবার কি হয়।

সরাসরি লিংক

XS
SM
MD
LG