অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গের পুরুলিয়ায় বিস্ফোরণ


পশ্চিম বঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের হাটতলা এলাকায় একটি বাড়িতে টানা প্রায় আধ ঘণ্টা ধরে পরপর বিস্ফোরণের জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। বিস্ফোরণের তীব্রতায় ওই বাড়ির দু’টি ঘরের অ্যাসবেসটসের চাল উড়ে যায়। আগুনে ভস্মীভূত হয়ে যায় দু’টি ঘর। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। লোকালয়ে বিস্ফোরণের জেরে আতঙ্কে দোকানের সবজি ও জিনিসপত্র ছেড়ে পালিয়ে যান ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। ঘটনাস্থল থেকে বিস্ফোরক তৈরির বেশকিছু সামগ্রীও পুলিশ উদ্ধার করেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ওই বাড়িতে বোমাও তৈরি হত বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। ঘটনায় বাড়ির মালিক সহ দু’জনকে আটক করেছে পুলিশ।
এই ঘটনার পর এলাকায় পৌঁছান পুরুলিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার। তিনি বলেন, একটি বাড়িতে আগুন লেগেছিল। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজি তৈরির বেশকিছু সামগ্রী পাওয়া গিয়েছে। ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। সবদিক খতিয়ে দেখা হবে। অন্যদিকে, এনআইএ’র টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা ঘটনা সম্পর্কে রিপোর্ট চেয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:55 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG