ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আজ প্রভাবশালী বাংলা চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করেছে।
শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বা এসভিএফ-এর কর্ণধার শ্রীকান্ত মোহতার বিরুদ্ধে মূল অভিযোগ, চিট ফান্ড সংস্থা রোজ ভ্যালির সঙ্গে ৩০ কোটি টাকার প্রতারণা। এছাড়া সরকারের কাছ থেকে সুবিধা পাইয়ে দেওয়ার নাম সারদা চিট ফান্ড থেকেও তিনি টাকা নেন।
বস্তুত পশ্চিমবঙ্গের ফিল্ম জগৎ শাসন করে থাকেন শাসক দল তৃণমূল নেতা ও নেত্রীদের ঘনিষ্ঠ বলে পরিচিত মোহতা। রোজ ভ্যালির কারাবন্দী মালিক গৌতম কুন্ডুর অভিযোগ, তাঁর চ্যানেলে ৭৩টি ফিল্ম দেখানোর জন্য মোহতা ৩০ কোটি টাকা নেন, কিন্তু দেখান মাত্র ২৬টি। এ ব্যাপারে বলতে গেলে মোহতা তাঁকে হুমকি দেন।
সিবিআই মোহতাকে জেরা করার জন্য চার বার তলব করলেও তিনি হাজিরা দেন মাত্র দু'বার। আজ সিবিআই এসভিএফ-এর অফিসে গেলে মোহতা পুলিশ ডাকেন। কিন্তু সিবিআইকে দেখে পুলিশ ফিরে যায়। মোহতাকে সিবিআই প্রথমে নিজেদের দফতরে নিয়ে জেরা করে, তারপর গ্রেফতার। আগামী কাল তাঁকে ওড়িশার ভুবনেশ্বরে সিবিআই আদালতে হাজির করানো হবে।