অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি গভীর সঙ্কটে পড়েছে


উদ্বিগ্ন রাজ্য অর্থমন্ত্রি, অমিত মিত্র জানিয়েছেন, রাজ্যের ধার করা টাকার অঙ্ক জমতে জমতে ৩ লক্ষ ৮ হাজার কোটি টাকা ছুঁতে চলেছে। এর ফলে পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি গভীর সঙ্কটে পড়েছে। এ জন্য তিনি ও মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায় দোষ দেন পূর্বতন বামফ্রন্ট সরকারকে। কেননা, তাদের আমলেই ধার জমে দাঁড়িয়েছিল ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা। তবে বিরোধীরা বলছেন, তৃণমূল কংগ্রেসের রাজত্বের পাঁচ বছরেই সেই ধার ৫২% বেড়ে গিয়েছে। মমতা বার বার কেন্দ্রের কাছে দরবার করেছেন, এই ধারের টাকা মকুব করবার জন্য। কিন্তু আগেকার কংগ্রেস সরকার ও বর্তমান বিজেপি সরকার কেউ-ই সে আর্জিতে কর্ণপাত করে নি। বিরোধীরা বলছেন, মমতার উচিত ছিল ব্যয় সঙ্কোচ করা আর বাজে খরচ না করবার। তাঁদের অভিযোগ, তা না করে মমতা এখন বছরে ১০০ কোটি টাকার অনুদান দেন ক্লাবগুলিকে, স্কুল ছাত্রীদের জন্য সাইকেল কিনে দেওয়ার খরচ বছরে ৭৫০ কোটি টাকা। এ সব খরচ করবার দরকার কি? এত সব বিতর্কের মধ্যে মোদ্দা সমস্যাটা কিন্তু রয়েই গেল - কেমন করে রাজ্য সামলাবে এই বিপুল ধারদেনার দায়?

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG