ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের আগে আজ পশ্চিমবঙ্গের মালদা জেলায় দলীয় প্রচারে এসে ভারতীয় জনতা পার্টি বিজেপি'র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তার বক্তব্যের শুরুতেই কোন ভূমিকা না করেই তিনি চলে যান মূল প্রতিপাদ্য বিষয়ে, অর্থাৎ ‘তৃণমূল সরকার হঠাও’-এই ডাক দিয়েই শুরু করেন তার বক্তৃতা।
‘ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব’- লোকসভা নির্বাচনের আগেই বাংলার মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়ে এমনই বক্তব্য রাখলেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ভাষন তিনি আরো বলেন, “লোকসভা নির্বাচনের প্রচার করতেই বাংলায় এসেছি আমি। ২০১৯এর নির্বাচন ভারতের থেকেও বাংলার জন্য বেশি গুরুত্বপূর্ণ।”
তৃণমূল কংগ্রেস সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “বাংলার মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার নির্বাচন ২০১৯-এর ভোট। এই নির্বাচন ঠিক করবে তৃণমূল সরকার থাকবে না যাবে। ২০১৯এর নির্বাচন বাংলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস মুক্ত করার নির্বাচন। ২০১৯ এর ভোট দেশের ভবিষ্যতৎ নির্ধারণের লড়াই। বাংলার সংস্কৃতিকে নষ্ট করা তৃণমূলকে সরাতে হবে।”
এরপরই তিনি স্পষ্ট বার্তা দিয়ে দেন, “কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। সব বুথে নির্বাচন কমিশনের লোক থাকবে। পঞ্চায়েত ভোটের মতো ভোট হবে না।”