অ্যাকসেসিবিলিটি লিংক

পক্ষপাতিত্বের অভিযোগে, নিরপেক্ষতার স্বার্থে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ৫৯ অফিসারকে বদলি করেছে


নিবার্চনের আগে বহু অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। সেই অভিযোগকে মান্যতা দিয়ে নিরপেক্ষতার স্বার্থে নির্বাচন কমিশন একে একে ৫৯ জন অফিসারকে বদলি করে দিয়েছে। আরও বদলি হতে পারে। এর মধ্যে শুক্রবারই বদলি হলেন এক জেলাশাসক, এক পুলিশ সুপার এবং ১৩ জন থানার ওসি। নির্বাচনের মাত্র দু দিন আগে এই ১৫ জন অফিসারের বদলি নিয়ে প্রশ্ন উঠেছে, নতুন অফিসারদের পক্ষে নির্বাচন সামলাতে সমস্যা হবে না তো? তবু সেই ঝুঁকি নিয়েও কেবল নিরপেক্ষতার স্বার্থে শেষ মুহূর্তেও এই বদলিগুলি করল কমিশন। এঁরা কিন্তু আগে সতর্ক করবার পরেও নিজেদের শুধরে নেন নি। তাই বদলি। এই বদলি এঁদের বাকি চাকরি জীবনে কলঙ্ক হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে কোনও নির্বাচনী প্রক্রিয়াতেও এঁদের যুক্ত করা হবে না।

গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG