পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন। গত ৯ই ডিসেম্বর প্রবল শ্বাসকষ্ট ও অন্যান্য উপসর্গ নিয়ে বুদ্ধদেববাবুকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে প্রায় এক সপ্তাহ তাঁকে থাকতে হয়েছে। তবে দিন দুয়েক পর থেকেই তিনি চিকিৎসায় সাড়া দিয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়েছে। গতকাল তাঁকে কৃত্রিমভাবে খাওয়ানোর জন্য যে রাইলস টিউব লাগানো হয়েছিল সেটি খুলে নেওয়া হয়। তার আগে তাঁর বাইপ্যাপ বা কৃত্রিম উপায়ে শ্বাস চালু রাখার যন্ত্রও খুলে নেওয়া হয়। এখন তিনি একটু বেশি সেদ্ধ করা ভাত ও হালকা খাবার খেতে পারছেন এবং হজম করছেন বলে তাঁর চিকিৎসকরা জানিয়েছেন। আজ সকালে তাঁকে যখন ছাড়া হয় তখন চিকিৎসকদের একটি দল তাঁর সঙ্গে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউতে তাঁর বাড়ি পর্যন্ত যান। বুদ্ধদেব বাবুর বাড়িতে একটা ছোটখাটো চিকিৎসাকেন্দ্র আগে থেকেই রয়েছে। সেখানে সব ব্যবস্থা দেখেশুনে ডাক্তাররা পরামর্শ দিয়ে এসেছেন। এখনও কিছুদিন তাঁকে কৃত্রিম শ্বাসযন্ত্র ব্যবহার করতে হবে। সেই সঙ্গে তাঁর ফিজিওথেরাপিও চলবে। একজন ডাক্তার সব সময় তাঁর শরীরের উপর নজর রাখবেন। বুদ্ধদেব বাবু নিজের বাড়িতে ফিরতে পেরে খুশি। আজ হাসপাতাল ছাড়ার আগে তিনি সেখানকার সব কর্মীদের, ডাক্তারদের ও নার্সদের ধন্যবাদ জানিয়ে অ্যাম্বুল্যান্সে ওঠেন। তাঁর সুস্থতার খবর পেয়ে এবং তিনি বাড়ি ফিরেছেন জানতে পেরে পশ্চিমবঙ্গের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।