পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের আগে আরও সহজ হচ্ছে রাজ্যের রেশন ব্যবস্থা। আমজনতার সুবিধায় এবার ই-রেশন কার্ড (E-Ration card) চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর। এরই সঙ্গে বিলুপ্ত হয়ে যাচ্ছে ডিজিটাল রেশন কার্ড। গত দু'দিন আগেই বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে খাদ্যভবনের তরফে। ই-রেশন কার্ডের দৌলতে এবার থেকে হাতে রেশন কার্ড না থাকলেও রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। শুধুমাত্র রেজিস্টার্ড নম্বরটি বললেই গ্রাহককে রেশন দিয়ে দিতে পারবেন ডিলার। খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও সরলীকরণের লক্ষ্যেই ই-রেশন কার্ডের ভাবনা প্রশাসনের।
প্রসঙ্গত বলা যেতে পারে আগে ডিজিটাল রেশন কার্ডের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই রেশন কার্ড তৈরির কাজ চলছে এখনও। তথ্যদানে জটিলতা এবং অন্যান্য বেশ কিছু সমস্যার কারণে এখনও সকলে হাতে পাননি সেই ডিজিটাল রেশন কার্ড। এবার সেই সমস্যার সমাধানেই ডিজিটাল রেশন কার্ড তুলে ই-রেশন কার্ড আনল খাদ্য দপ্তর। প্রযুক্তি নির্ভরতার যুগে মোবাইলে সবসময় আপনার সঙ্গেই রাখতে পারবেন এই কার্ড। ফলে আগের মতো কাগজের রেশন কার্ড সঙ্গে না থাকলে রেশন পেতে সমস্যা হবেনা বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।