অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ২৬% প্রার্থি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


دو نفر در حال قدم زدن در زمان طلوع آفتاب بر روی یک اسکله در آلمان
دو نفر در حال قدم زدن در زمان طلوع آفتاب بر روی یک اسکله در آلمان

পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মোট ৫৮,৬৯২টি আসনে কেউ ভোট দেবার আগেই জয়ী হয়ে গিয়েছেন ১৫,৬৩০ জন তৃণমূল কংগ্রেস প্রার্থী। কারণ, এঁদের আসনে আর কেউ প্রতিদ্বন্দ্বীই ছিলেন না। অন্য কোনও দলের প্রার্থীরা কেউ এ ভাবে জয়ী হন নি। এ ভাবে জয়ের সংখ্যাটা মোট আসনের ২৬%।

অতীতে ২০০৩ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১% আসনে বাম ফ্রন্ট প্রার্থীরা জয়ী হয়েছিলেন। দেখে শুনে বিজেপি নেতা রাহুল সিনহার মন্তব্য, নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। বহু আগ্রহী মানুষ মনোনয়ন জমা দিতে পারেন নি, এই অভিযোগের পরে রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন জমা দেবার সময় ১ দিন বাড়িয়ে দিয়েও ১২ ঘণ্টার পরেই তা প্রত্যাহার করে নেয়। এ নিয়ে হাইকোর্টে মামলা চলছে।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG