দিল্লি থেকে কলকাতার অনেক দূরত্ব। কংগ্রেস দলও জাতীয় রাজনীতির স্বার্থে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গলাগলি করে হাত ধরলেও পশ্চিমবঙ্গে সেই তৃণমূলকেই বিধানসভা নির্বচনে পরাস্ত করবার লক্ষ্যে জোট বাঁধছে বাম দলগুলির সঙ্গে। কংগ্রেসের মত একটি জাতীয় দল এই ভাবে কেন্দ্রে ও রাজ্যে বিপরীত জোট সঙ্গী বেছে নিয়েছে, তার বড় উদাহরণ নেই। রাজ্যের কংগ্রেস নেতারা বামেদের সঙ্গে জোট নিয়ে যতই আগ্রহী হোন না কেন, গোড়ায় দলের কেন্দ্রীয় নেতারা এ নিয়ে কোনও আগ্রহ দেখান নি। কিন্তু রাজ্য নেতাদের চাপাচাপিতে সোনিয়া গান্ধী ও রাহূল গান্ধী বামেদের সঙ্গে জোটে সায় দিলেও নিজেরা এ প্রসঙ্গে নিশ্চুপ। যেন তাঁরা জানেন না কিছুই! আসলে এ রাজ্যে ভাল ফল করবার চেয়েও কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের বেশি মাথাব্যথা জাতীয় রাজনীতি নিয়ে। দেখা যাচ্ছে সংসদে বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে বহু বিষয়েই হাত মেলাচ্ছে কংগ্রেস। দিল্লি আর কলকাতায় এমন পরস্পরবিরোধী কৌশল ছাড়া কংগ্রেসের উপায়ও নেই। কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনে কি হবে? তিন বছর পরে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে দুই পক্ষই।গৌতম গুপ্তের রিপোর্ট: