অ্যাকসেসিবিলিটি লিংক

হুথি বিদ্রোহীদের সনাক্তকরণে, বিশ্ব খাদ্য কর্মসূচি প্রধানের ক্ষোভ প্রকাশ 


Malnourished boy Hassan Merzam Muhammad sits with his mother and brothers and sisters inside their hut in Abs district of Hajjah province, Yemen November 20, 2020. (REUTERS/Eissa Alragehi)
Malnourished boy Hassan Merzam Muhammad sits with his mother and brothers and sisters inside their hut in Abs district of Hajjah province, Yemen November 20, 2020. (REUTERS/Eissa Alragehi)

যুক্তরাষ্ট্র সরকার, সম্প্রতি, ইয়েমেনের হুথি বিদ্রোহী দলকে সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করেছে, যে সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান, ডেভিড বিসলিI তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপের আগে আমরা এখানে দুর্ভিক্ষ মোকাবেলা করছি এবং এই নিষেধাজ্ঞা আরোপিত হলে, এখানে ভয়ংকর এক পরিস্থিতির উদ্ভব হবে I তিনি বলেন, বস্তূত: তা হবে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নিরীহ মানুষকে প্রাণদণ্ড দেয়ার সামিল I তিনি এই সিদ্ধান্ত পরিবর্তনের আবেদন জানান I

গত রবিবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, মাইক পম্পেও, হুথি বিদ্রোহী দলটিকে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসাবে সনাক্ত করে বলেন, এই নিষেধাজ্ঞার কারণে সন্ত্রাসী কর্মকান্ডে তাদের আর্থিক সহায়তা ব্যাহত হবে I ১৯শে জানুয়ারী এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে I

XS
SM
MD
LG