অ্যাকসেসিবিলিটি লিংক

সিএনএন ও নিউইয়র্ক টাইমসকে হোয়াইট হাউজ প্রেস ব্রিফিং থেকে বাদ রাখার ঘোষণায় সমালোচনা


হোয়াইট হাউজ প্রেস সেক্রটারী শন স্পাইসারের প্রাত্যহিক প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়া থেকে কয়েকটি গনমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্পর্কে শক্ত সমালোচনাকারী কয়েকটি সংবাদ মাধ্যম যেমন সিএনএন ও নিউইয়র্ক টাইমসকে ঐ ব্রিফিং থেকে বাদ রাখার ঘোষণা আসে।

কিছু প্রতিষ্ঠান যারা প্রেসিডেন্ট্ ট্রাম্পের প্রতি সহানুভুতিশীল যেমন Breitbart News, the One America News Network and the Washington Times'দের ব্রিফিং এ থাকার অনুমতি দেয়া হয়। অন্যান্য মূল ধারার গনমাধ্যম দেরকেও অনুমতি দেয়া হয়। তবে Associated Press সহ কিছু গনমাধ্যম নিজ থেকে ব্রিফিং এ থাকবে না বলে জানিয়ে দেয়।

XS
SM
MD
LG