অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব স্বাস্থ্য সমাবেশে তাইওয়ানের পর্যবেক্ষক মর্যাদাকে সমর্থন করলো জি-সেভেন


নেতৃস্থানীয় শিল্পোন্নত রাষ্ট্রগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত গ্রহণকারী সংগঠন বিশ্ব স্বাস্থ্য সমাবেশ বা WHA তে তাই্ওয়ানের পর্যবেক্ষক হিসেবে থাকার বিষয়টি সমর্থন করছে। এ বছরের ২৪শে মে থেকে ১লা জুন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সস্থার যে বার্ষিক বৈঠক হতে যাচ্ছে তার আগে তাইওয়ানের এই পর্যবেক্ষক মর্যাদাটি সমর্থন পেল। এই প্রথম সাত জাতিগোষ্ঠীর সকলেই WHA তে তাইওয়ানের সংযুক্তিকে সমর্থন জানালো।

বুধবার প্রকাশিত এক যৌথ ইশতিহারে জি সেভেন বলে, “আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফোরামে এবং বিশ্ব স্বাস্থ্য সমাবেশে তাইওয়ানের অর্থবহ অংশগ্রহণকে সমর্থন করি। কভিড-১৯ মহামারির মোকাবিলায় তাইওয়ান সহ সব দেশেরই অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক সম্প্রদায় লাভবান হবে”। তাইওয়ান বলছে, জি সেভেনের সমর্থনের জন্য তারা কৃতজ্ঞতা জানাচ্ছে।

XS
SM
MD
LG