অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল ফাইজার-বায়োইনটেক ভ্যাকসিন 


বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO,জরুরি ব্যবহারের জন্য ফাইজার-বায়োইনটেক ভ্যাকসিনকে বৃহস্পতিবার জরুরি অনূমোদন দিয়েছেI তাদের এই অনুমোদন লাভের পর উন্নয়নমুখী দেশগুলিতে এই ভ্যাকসিন সহজেই গ্রহণযোগ্য হবেI WHO 'র ওষুধ বিশেষজ্ঞ, ড: মারিয়ানগেলা সীমাও এই পদক্ষেপকে ইতিবাচক বলে আখ্যা দিয়েছেনI

তবে এই ভ্যাকসিনের সংরক্ষণজনিত জটিলতা, যেমন ৭০ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ এবং পরিবহন ও গুদামজাতকরণএখন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে I WHO, বিশ্বব্যাপী তাদের 'কোভেক্স' কর্মসূচির মাধ্যমে গরীব দেশগুলির জন্য ২০ কোটি ভ্যাকসিন কেনা ও বিতরণের প্রতিশ্রুতি দিয়েছেI ফাইজার-বায়োইনটেক ভ্যাকসিন দুটি ডোজের পর ৯৫% কার্যকর বলে প্রমাণিত হয়েছেI

XS
SM
MD
LG