অ্যাকসেসিবিলিটি লিংক

কর্মীদের বিরুদ্ধে যৌন শোষণ এবং নির্যাতনের অভিযোগের তদন্ত করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার


বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার ঘোষণা করেছে যে তারা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে তাদের ইবোলা ত্রাণ কর্মীদের দ্বারা নিপীড়িত কঙ্গোর ব্যক্তিদের বিরুদ্ধে যৌন শোষণ এবং নির্যাতনের অভিযোগের তদন্ত করবে। নিউ হিউম্যানিটারিয়ান এবং থমসন রয়টার্স ফাউন্ডেশনের এক বছরব্যাপী তদন্তে ৫১ জন নারীর সাক্ষাৎকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ২০১৮ থেকে ২০২০ সালের ইবোলা সংকটের বেশ কয়েকটি উদাহরণ বর্ণনা করেছে- বিশেষ করে যে সব পুরুষ সে সময় নিজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মী বলে দাবি করেছে। এই তদন্তে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ), মেডেকিন্স সান্স ফ্রন্টিয়ার্স, অক্সফাম, ওয়ার্ল্ড ভিশন, যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা আইওএম, চিকিৎসা দাতব্য সংস্থা আলিমা এবং কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্যদের অপব্যবহার চিহ্নিত করা হয়েছে। বেশীরভাগ ক্ষেত্রে জানা গেছে যে অসংখ্য পুরুষ প্রায়ই মহিলাদের পানীয় পান করাতো এবং চাকরির বিনিময়ে তাদের যৌন মিলন করতে বাধ্য করত, যখন তারা প্রত্যাখ্যান করত তখন তাদের চুক্তি বাতিল করে দিত। কিছু মহিলাকে স্বল্পমেয়াদী চুক্তিতে নিয়োগ দেয়া হয় এবং দ্বিগুণেরও বেশি বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও পুরুষদের দ্বারা মহিলাদের কক্ষে আটকে রাখার খবর তথ্য পাওয়া গেছে।

XS
SM
MD
LG